বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের,৬জন মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের,৬জন মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার মৃতের বাবা বাদি হয়ে নগরীর বিমান বন্দর থানায় মামলা দায়ের করেন। এদিকে কোন সম্পৃক্ততা না পাওয়ায় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ৬জনকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে পুলিশ। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক জানান, গত শনিবার নগরীর নথুল্লাবাদের শরীফ আবাসিক হোটেল থেকে আল আমিন নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা মোস্তফা হাওলাদার বাদি হয়ে গতকাল রোববার বিমান বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। অপমৃত্যু মামলা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আল আমিনের মৃত্যুর ঘটনায় গত শনিবার হোটেল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক তার কথিত স্ত্রী ও প্রেমিকা ইসরাত জাহান মীমসহ তার পরিবারের ৬ সদস্যকে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মৃত্যুর ঘটনায় কোন সম্পৃক্ততা না পাওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে এমন তথ্য জানিয়েছেন বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার। 

উল্লেখ্য, গত শনিবার বিকেলে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার হোটেল শরীফের ১২৬ নম্বর কক্ষ থেকে আল আমিন নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। আল আমিনের পরিবার তার মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করে এ জন্য তার প্রেমিকা ও তার পরিবারের লোকজনকে দায়ী করে। যদিও আল আমিনের মৃত্যুর ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেন তার কথিত প্রেমিকা ইসরাত জাহান মীমের বাবা কবির হোসেন।

আল আমিনের বাড়ি জেলার উজিরপুর উপজেলা সদরের পরমানন্দসাহা এলাকায়। অপরদিকে মীম নগরীর সার্কুলার রোডের বাসিন্দা এবং নগরির সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।